নিজস্ব প্রতিবেদক
বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের প্রথমদিনের শুরুতেই চট্টগ্রাম নগরীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল থেকে গাড়ি ভাঙচুরের সময় ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ৭টি ককটেল।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে অবরোধের সমর্থনে নগরীর সিটি গেট এলাকায় অবস্থানকালে পুলিশ তাদের আটক করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এবিষয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ‘আমরা সন্দেহভাজন ১৪ জনকে আটক করেছি। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে সিটি গেটের কাছে পাকা রাস্তার ওপর থেকে ৭টি ককটেইল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এদিকে, চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী বলেন, ‘বিএনপির ডাকে সারাদেশে তিনদিনের লাগাতার অবরোধ কর্মসূচি চলছে। অরোধের সমর্থনে সিটি গেট এলাকায় শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলেন বিএনপির নেতাকর্মীরা। এসময় পুলিশ অহেতুক শান্তিপূর্ণ অবস্থানে হামলা চালিয়ে বিএনপির ১৪ জন নেতাকর্মীকে আটক করেছে। তাদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. ইয়াছিনও রয়েছেন। এছাড়া পুলিশের পক্ষ থেকে যে ককটেল উদ্ধারের কথা বলা হয়েছে, সেগুলো সাজানো নাটক। বিএনপি নেতাকর্মীদের ধরে নিয়ে গিয়ে পুলিশ ককটেল উদ্ধারের সাজানো ঘটনা ঘটিয়েছে।’
বিএসডি/আরপি