আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, বিএনপি খুনি জঙ্গি সন্ত্রাসীদের সংগঠন আবারও প্রমাণিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনো আন্দোলনেই প্রধান বিচারপতির বাড়িতে হামলা হয়নি। ২৮ অক্টোবর বিএনপি প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে। কর্তব্যরত একজন পুলিশ সদস্যকে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো পিটিয়ে হত্যা করেছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে খুলনা জেলা আইনজীবী সমিতির আয়োজনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আইনজীবী সমিতি মিলনায়তনের সামনের সড়কে জেলা আইনজীবী সমিতি এ মানববন্ধনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সাইফুল ইসলাম।
পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে বিএনপির মিল রয়েছে উল্লেখ করে এসএম কামাল আরও বলেন,
পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালে ২৫ মার্চ প্রথম হামলা করেছিল রাজারবাগ পুলিশ লাইনে। বিএনপি জঙ্গিরা এবার হামলা করলো পুলিশ হাসপাতালে। ২৮ অক্টোবর তারা হাসপাতালে ঢুকে অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে। হাসপাতালে যারা চিকিৎসা নিতে এসেছে তাদের ওপর হামলা করেছে। সাংবাদিকদের ওপর হামলা করেছে। আবারও প্রমান হয়েছে বিএনপি সন্ত্রাসী জঙ্গিবাদের সংগঠন। খুনি-সন্ত্রাসী বিএনপিকে রাজপথেই প্রতিহত করতে হবে।
বিএসডি/ এফ এ