নিজস্ব প্রতিবেদক
বিএনপি ও জামায়াতের ডাকা চলমান অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনেও রেলপথে বেড়েছে যাত্রী চাপ। বুধবার (১ নভেম্বর) সকাল থেকে কমলাপুর রেল স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, বাংলাদেশ রেলওয়ে পুলিশ, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রেল স্টেশনে নিরাপত্তা দিচ্ছে। অবরোধের প্রথম দিন সহিংসতার আতঙ্কে সকালে যে সংখ্যক যাত্রী রেল স্টেশনে ছিল, দ্বিতীয় দিন তার চেয়ে তিনগুণ যাত্রীর উপস্থিতি ছিলো ঢাকা রেলওয়ে স্টেশনে। সাতটি প্লাটফর্মের মধ্যে অন্তত পাঁচটি প্লাটফর্মের প্রতিটি বিশ্রাম বেঞ্চে যাত্রীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে সড়ক ফাঁকা থাকায় কেউ কেউ নির্ধারিত সময়ের আগেই স্টেশনে এসে পৌঁছেছেন।
ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, অন্যান্য দিনের চেয়ে আজ যাত্রীর চাপ বেড়েছে। সকাল থেকে প্রায় সব ট্রেনই যথাসময়ে ছেড়েছে।
বিএসডি/আরপি