নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সোনারগাঁ এবং আড়াইহাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা দুটি কাভার্ডভ্যান ও একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন।
বুধবার (১ নভেম্বর) সকালে বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আড়াইহাজারে বান্টিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ করার সময় অবরোধকারীরা একটি পণ্যবাহী কাভার্ডভ্যান ও একটি অটোরিকশা ভাঙচুর করেন। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব তথ্যটি নিশ্চিত করেন।
এছাড়া রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পূর্বাচল লালমাটি এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। তারা একটি ট্রাকও ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একই সময় সোনরাগাঁ উপজেলার নয়াপুর এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন দলের স্থানীয় নেতাকর্মীরা। পরে সেখানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়।
বিএসডি/আরপি