নিজস্ব প্রতিবেদকঃ
মজুরি বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের চলমান বিক্ষোভকে ঘিরে পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে দেশের বিভিন্ন স্থানে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গত কয়েকদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। বিক্ষোভ হয়েছে রাজধানীর মিরপুর, ঢাকার সাভার, আশুলিয়া ও গাজীপুরে। আজ শনিবারও সকাল ১০টার দিকে গাজীপুরে এসএম নিট গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন শুরু করেন। এসময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। পরে পুলিশ শ্রমিকদের ঠেকাতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেলসহ গুলি ছুঁড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে গাজীপুর শিল্প পুলিশ-২ এর শ্রীপুর সাব-জোনের সহকারী পুলিশ সুপার মো. আসাদ, পরিদর্শক আবদুর নুরসহ কয়েকজন আহত হন।
বিক্ষোভের জেরেই গাজীপুর, কোনাবাড়ি, সফিপুর, চন্দ্রা, সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিএসডি/আরপি