সর্বশেষ আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। যেখানে নেতা হিসেবে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। অনেকেই ধরে নিয়েছিলেন এটাই ছিল তার শেষ আইপিএল। তবে সম্প্রতি ভিন্ন কিছুর ইঙ্গিত দিলেন ধোনি।
ভারতের সাবেক এই অধিনায়ক হাঁটুতে চোট নিয়ে গত আসরে খেলেছিলেন। সেবার রূপকথার মতো শিরোপাও জিতে নেন। আসর শেষ হওয়ার পর মুম্বাইতে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে নিজ বাসা রাঁচিতেই সময় কাটিয়েছেন তিনি।
এই সময়ে রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে ইনডোর সুবিধা নিয়েছেন ধোনি। সেখানে নিজের পুনর্বাসন ও প্রশিক্ষণ প্রক্রিয়া চালিয়েছেন।
আইপিএলের আসন্ন নিলামের আগে দলগুলোকে খেলোয়াড় ধরে রাখার তালিকা দিতে হবে। তার জন্য ১৫ নভেম্বর সময়সীমা বেধে দিয়েছে আইপিএল কতৃপক্ষ। তাই আইপিএলে খেলা চালিয়ে যেতে হলে এই সময়ের মধ্যেই কতৃপক্ষকে জানাতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে তার।
সম্প্রতি একটি ইভেন্টে, আসন্ন আইপিল নিয়ে ধোনির ভাবনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। সবাই জানে আমার বাম হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। ডাক্তার বলেছেন নভেম্বরের মধ্যে যতটা সম্ভব স্বাভাবিক হয়ে যাবে। সবকিছু ঠিক থাকলে আপনি অবশ্যই আমাকে খেলতে দেখতে পাবেন।
বিএসডি / এলএম