বর্তমান সময় ডেস্কঃ
পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও শ্যালো ইঞ্জিনচালিত করিমনের সংঘর্ষে মৃদুল হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিক্ষার্থী।
সোমবার (০৬ নভেম্বর) সকালে ঈশ্বরদী-ঢাকা মহাসড়কের মুলাডুলি ঢুলটির বহরপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, বিশাল ও সিয়াম। হতাহতরা সবাই মোটরসাইকেলের আরোহী ছিল। তারা ঈশ্বরদী ভোকেশনাল ইনস্টিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দাশুড়িয়ার দিক থেকে ঈশ্বরদী দিকে বেপারোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল হতাহতরা। ঘটনাস্থল এলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি করিমনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃদুল মারা যায়। আর গুরুতর আহত হয় বিশাল ও সিয়াম।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইনচার্জ অপু মন্ডল জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই তিন শিক্ষার্থীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃদুলকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবিবা জানান, হাসপাতালে নেওয়ার আগেই মৃদুল মারা যায়। সিয়াম ও বিশালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত হাসান বাসির জানান, ঘটনার পর করিমন চালক পালিয়ে গেছে। স্কুলছাত্রের মরদেহ হাসপাতাল থেকে থানায় আনা হবে।
বিএসডি/আরপি