নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের একটি ওয়াশরুম থেকে দুটি ‘ককটেল’ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ১১০৬ নম্বর কক্ষের ওয়াশরুম থেকে ককটেল দুটি উদ্ধার করা হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কলাভবনের নিচতলায় ১১০৬ নম্বর রুমের ওয়াশরুমে নিরাপত্তা প্রহরী মো. আলী হোসেন দুটি ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে প্রক্টরকে জানান। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাহবাগ থানাকে জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিদর্শনে আসেন পুলিশ। এরপর শাহবাগ থানা পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ‘ককটেল’ দুটি উদ্ধার করে নিয়ে যায়।
রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম বলেন, কলা ভবনের ওয়াশরুম থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার হয়েছে। এটি আসলে ককটেল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে কে বা কারা এসব বস্তু সেখানে রেখেছে, তা জানা যায়নি।
বিএসডি/আরপি