রাঙামাটিতে ছিল না অবরোধের কোনো প্রভাব। কেন্দ্রীয় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ বলবৎ থাকলেও স্বাভাবিক ছিল অভ্যন্তরীন সড়ক যোগাযোগ। রবিবার সকাল থেকে মাঠে দেখা যায়নি অবরোধকারীদের।
শহরের সিএনজি চলাচল স্বাভাবিক থাকলেও রাঙামাটি থেকে ছেড়ে যায়নি চট্টগ্রাম কিংবা খাগড়াছড়ি ও বান্দরবানগামী কোনো বাস।
তবে রাঙামাটির ৬টি উপজেলায় নৌপথে লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। দোকান পাঠ অফিস আদালত বিদ্যালয় ও কলেজ খোলা ছিল।
রাঙামাটিতে নিরাপত্তা জোরদার করেছে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার। সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়ন করা হয়ছে পুলিশ। টহল অব্যাহত ছিল বিজিবির।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর আমিন বলেন, নাশকতা এড়াতে অভিযুক্তদের আটক অভিযান অব্যাহত আছে। অবরোধে শান্তিপূর্ণ পরিবেশ আছে রাঙামাটি শহরে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিএসডি/ এফ এ