গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় আজ মঙ্গলবারও সকাল থেকে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আন্দোলন ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করলে উত্তেজিত শ্রমিকেরা আজমেরী পরিবহনের দুটি বাসে আগুন লাগিয়ে দেন।
বেতন বৃদ্ধির দাবিতে সকালে কোনাবাড়ি ও কাশিমপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জড়ো হন। তারা মিছিলের পাশাপাশি মহাসড়ক অবরোধ করেন।
পুলিশ তাদের মহাসড়ক থেকে সরাতে কয়েক রাউন্ড টিয়ারসেল ছোড়ে। এ সময় শ্রমিক পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজমেরী পরিবহনের যাত্রীবাহী দুটি বাসে আগুন ধরিয়ে দেন উত্তেজিত শ্রমিকেরা। এ ছাড়াও তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা বাসের আগুন নিভিয়েছেন।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মাহবুব আলম বলেন, কোনাবাড়িতে আন্দোলনরত শ্রমিকেরা সড়ক অবরোধের পর দুটি বাসে আগুন দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। শ্রমিকেরা যাতে কোনো সহিংসতা করতে না পারেন সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত করা হয়েছে।
বিএসডি/ এফ এ