দলের বিপর্যয়ে আবারও ত্রাতার ভূমিকায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার ১০৪ বলে ৫৪ রানের ইনিংসেও অবশ্য বেশিদূর এগোতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের মেয়েদের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানের পুঁজি পেয়েছে টাইগ্রেসরা।
জ্যোতি ছাড়াও দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক ওপেনার ফারজানা হক। ৮৮ বলে ৪০ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। পাকিস্তানের হয়ে সাদিরা ইকবাল ও নিশরা সিন্ধু দুটি করে উইকেট পেয়েছেন।
ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডেতে নিজেদের হারিয়ে খুঁজছে বাংলাদেশ। তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথমটিতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ মিরপুর শের-ই বাংলায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
শুরুটা অবশ্য খারাপ ছিল না বাংলাদেশের। দেখেশুনেই খেলছিলেন টাইগ্রেস দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা হক। তবে দ্রুতই ব্রেকথ্রু পায় সফরকারীরা। দলীয় ২১ রানের মাথায় ১৮ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন মুর্শিদা। ওয়ানডাউনে নামা সোবহানা মুস্তারিও বেশিদূর এগোতে পারেননি। দলীয় ৪৩ রানের মাথায় এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। তার ব্যাট থেকে এসেছে ১৬।
এরপর ফারজানা হকের সঙ্গে জুটি গড়ে ইনিংস এগিয়ে নেন নিগার সুলতানা জ্যোতি। ফারজানা ৮৮ বলে ৪০ রানে ফিরলেও একপ্রান্তে আগলে রাখেন জ্যোতি। সাবধানী ব্যাটিংয়ে ফিফটি করেন। যদিও বাকি ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত বেশিদূর এগোতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ গড়েছে স্বাগতিকরা।
বিএসডি / এলএম