বর্তমান সময় ডেস্কঃ
ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন গণঅধিকার পরিষদের (নুর) সভাপতি নুরুল হক নুর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত বারিধারায় হাইকমিশনের পলিটিক্যাল সেক্রেটারি ও হিউম্যানরাইটসের একজন এবং দূতাবাসের একজন কর্মকর্তার সঙ্গে নুরুল হক বৈঠক করেন।
দলটির উচ্চপরিষদ সদস্য আবু হানিফ বৈঠকের বিষয়ে বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতনসহ চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
ব্রিটিশ কূটনীতিকরা জানতে চেয়েছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা। জবাবে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বরং চলমান পরিস্থিতিতে গণঅধিকার পরিষদসহ বিরোধী দলের ওপর সরকারের নিপীড়ন নির্যাতন আরও বাড়বে।
বিএসডি/আরপি