বিএনপিসহ অন্যান্য দলের ডাকা তৃতীয় দফার অবরোধ কর্মসূচির প্রথম দিন বুধবার (৮ নভেম্বর) বগুড়ার সদরে মহাসড়কে পুলিশের সঙ্গে জামায়াত নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। জামায়াতের নেতা-কর্মীরা এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
সকাল সাড়ে ৭টার দিকে সদরের ঢাকা-রংপুর দ্বিতীয় বাইপাস মহাসড়কের সাবগ্রামে বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমানের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী লাঠিসোটা হাতে মিছিল শেষে মহাসড়ক অবরোধ করলে এই ঘটনা ঘটে।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি মোড়ে বিএনপির নেতা-কর্মীরা একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের পর আগুন দিয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণে সিএনজি চালক রফিকুল ইসলাম আহত হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) স্নিগ্ধ আকতার বলেন, জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
বিএসডি/ এফ এ