সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ঘোষিত দেশব্যাপী তৃতীয় দফা অবরোধের শেষ দিন চলছে আজ। এ অবরোধে রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল যাত্রীশূন্য দেখা গেছে। যাত্রী সংকটে দূরপাল্লার বাস তেমন একটা ছাড়ছে না।
বুধবার (৮ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা গেছে, গাবতলী ও মহাখালীতে শত শত বাস পার্কিং করে রাখা। অধিকাংশ বাসের ভেতর চালক ও তাদের সহকারীরা ঘুমাচ্ছেন। বলতে গেলে টার্মিনালে অলস সময় পার করছেন পরিবহন শ্রমিকরা।
বাস শ্রমিকরা জানিয়েছেন, অবরোধে বাস ভাঙচুরসহ আগুন লাগানোর ঘটনা ঘটছে। আতঙ্কে মানুষ দূরে যাচ্ছে না। তাই যাত্রী খুব একটা পাওয়া যাচ্ছে না।
কাউন্টার সংশ্লিষ্টরা জানান, অবরোধ এলে যেমন যাত্রীর সংখ্যা কমে যায়, তেমনি ঝুঁকি বিবেচনায় মালিকরা গাড়ি ছাড়তে চায় না। তাই আজ কোনো লোকজন নেই।
একজন কাউন্টার ম্যানেজার জানান, অবরোধের কারণে যাত্রী সঙ্কটে তারাও বিপদে, স্টাফদের দৈনিক খরচ দিতে পারছে না।
প্রসঙ্গত, বুধবার সকাল ৬টায় শুরু হওয়া অবরোধ কর্মসূচি চলবে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত।
বিএসডি/ এফ এ