বর্তমান সময় ডেস্কঃ
লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বলে জানান জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির সুরা সদস্য আবদুল খালেক মাস্টার।
সীমান্তবর্তী জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে তাবলিগের সাথীসহ পাশের জেলা রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লির আগমনে কাণায় কাণায় ভরে উঠেছে ইজতেমা ময়দান। এ ইজতেমায় ইসলামি জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করছেন তাবলিগ জামাতের মুরব্বি ও দেশবরেণ্য পাঁচ আলেম।
ইজতেমা প্রাঙ্গনে স্থাপন করা হয়েছে একশ’র ওপরে শৌচাগার, দুইশ প্রসাবখানা, গোসলখানা, অজুখানা। এছাড়া ইজতেমায় আগত মুসল্লিদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যমুনা ক্লিনিক ও লালমনিরহাট পৌরসভার সহযোগিতায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, জেলা ইজতেমা যাতে সুষ্ঠুভাবে হয়, ইজতেমায় পোশাকধারী পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাদা পোশাকেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে। এছাড়াও রয়েছে জেলার গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার ফজরের নামাজের পর শুরু হওয়া এ ইজতেমা ১১ নভেম্বর শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
বিএসডি/আরপি