বর্তমান সময় ডেস্কঃ
রাজধানীর আবদুল্লাহপুরে বাসে আগুন দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন মামুন মজুমদার (৩৫) নামের এক ব্যক্তি। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার সকালে র্যাব-১’র সদস্যরা ওই ব্যক্তিকে আটক করেন।
র্যাব-১’র পুলিশ সুপার জাহিদুর রহমান বলেন, ‘আবদুল্লাহপুর থেকে মিরপুরগামী প্রজাপতি পরিবহনের একটি বাসে যাত্রী সেজে ওঠেন দুই ব্যক্তি। তখন বাসে চালক ছিলেন আর চালকের সহকারী বাইরে যাত্রীদের ডাকাডাকি করছিলেন। এ সময় ওই দুজন বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন পাশে থাকা র্যাবের সদস্যরা ধাওয়া দিয়ে তাদের একজনকে আটক করেন।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পেরেছে, মামুন নাশকতার উদ্দেশে মোটরসাইকেল থেকে হাফ লিটার পেট্রোল নিয়ে প্রজাপতি নামের ওই বাসটিতে চড়ে বসে। বাসটি আব্দুল্লাহপুর আসলে পেছনের সিটে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পালানোর চেষ্টা করে সে। এ সময় র্যাবের নজরদারিতে ধরা পড়ে যায়।
বিএসডি/আরপি