জাপানের একটি গণমাধ্যম জানিয়েছে, আগামী জানুয়ারিতে দেশটির এইচটুএ রকেট সরকারের গোয়েন্দা তথ্য সংগ্রহকারী স্যাটেলাইট নিয়ে উৎক্ষেপণ করতে চায়।
অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এনএইচকে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কাগোশিমা অঞ্চলের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে আগামী বছরের ১১ জানুয়ারি এইচটুএ রকেট উৎক্ষেপণের কথা রয়েছে।
রকেটটি একটি অপটিক্যাল স্যাটেলাইট বহন করবে যা পৃথিবী থেকে শত শত কিলোমিটার উপরে থেকে বৈশ্বিক ছবি তুলতে সক্ষম হবে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাইটগুলি পর্যবেক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি মূল্যায়ন করতে সক্ষম হবে।
মার্চে জাপানের নতুন এইচ-৩ রকেটের ব্যর্থ উৎক্ষেপণের ফলে এইচ ২ মিশনপ্রভাবিত হবে বলে উদ্বেগ ছিল। তবে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) নিয়ন্ত্রণ কঠোর করেছে, উভয় মডেলে ব্যবহৃত রকেটের উপাদানগুলি পরীক্ষা করেছে।
গত সেপ্টেম্বরে চাঁদের প্রোব যুক্ত একটি এইচটুএ রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হয়।
বিএসডি/ এফ এ