নিজস্ব প্রতিবেদক,
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ তাণ্ডব বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি পেছানো হয়েছে। এরই ধারাবাহিকতায় ১ অক্টোবরের পরিবর্তে নতুন সূচি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।
মঙ্গলবার (১৩ জুলাই) বিকালে ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে বিশ্ববিদ্যালয় ডিনস কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও অধিভুক্ত সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ অক্টোবর বিজ্ঞান ইউনিট, ৩০ অক্টোবর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ৫ নভেম্বর বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, আগামীকাল বুধবার (১৪ জুলাই) এ সংক্রান্ত আদেশে উপাচার্য স্বাক্ষর করলে ভর্তি পরীক্ষা কমিটিতে রিপোর্ট করা হবে। গত বছরের মতো এবারও সাত কলেজের ভর্তি পরীক্ষা অধিভুক্ত সাত কলেজেই অনুষ্ঠিত হবে; তবে পরীক্ষার্থীর সংখ্যা বাড়লে কেন্দ্র বাড়ানোর বিষয়ে চিন্তা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
বিএসডি/এমএম