বর্তমান সময় ডেস্কঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলের নেতা কর্মীদের ঢল নামে ফরম সংগ্রহের।
শনিবার (১৮ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রধানমন্ত্রী। এর আগে আওয়ামী লীগ সভাপতি সকাল ১০ টা ১২ মিনিটে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল শেখ, টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল শেখ।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন, সভাপতি মণ্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ ৩ আসনের কোটালীপাড়া ও টুংগীপাড়া আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর আশপাশে থাকা নেতাকর্মীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের জড়ো হতে থাকেন। এছাড়াও রাজধানীর গুলিস্তান, জিপিও, প্রেসক্লাব ও পল্টন সহ আশপাশের এলাকায় নেতাকর্মীদের ভিড় দেখা গেছে।
বিএসডি/আরপি