১০ দিন হলো সুড়ঙ্গতে আটকা পড়েছেন ভারতের ১০ শ্রমিক। সবরকম ভাবে চেষ্টা চালানো হলেও এখনও সম্ভব হয়নি উদ্ধার।
বিশেষজ্ঞরা বলছেন, হয়তো আরও ৪ থেকে ৫ দিন লাগবে। এরমধ্যেই প্রথমবার প্রকাশ্যে এল সুড়ঙ্গের ভেতর আটকে থাকা ওই ১০ শ্রমিকের একটি ভিডিও।
ভারতীয় সংবাদ সংস্থা প্রকাশিত ওই ভিডিওতে আটকে পড়া শ্রমিকদের দেখা গেছে। ভিডিওতে দেখা গেছে, কেউ কথা বলছেন, কেউ দাঁড়িয়ে রয়েছেন, দেখছেন চারদিকের পরিস্থিতি।
জানা গেছে, এখনও তাদের শরীর সুস্থ রয়েছে, তবে শ্রমিকদের চোখে মুখে উদ্বেগ স্পষ্ট। উদ্ধারকারীদের পাঠানো এন্ডোস্কোপিক ফ্লেক্সি ক্যামেরার মাধ্যমে সুড়ঙ্গের ভেতরে আটকে থাকা শ্রমিকদের ছবি ধরা পড়েছে।
উদ্ধারকারীরা শ্রমিকদের জানিয়েছেন, তাদের বের করে আনা হবে দ্রুত। শ্রমিকদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক খাবার পাঠানো হচ্ছে সুড়ঙ্গের ভেতর। সবদিক থেকে ধ্বংসস্তূপ পরিস্কার করে শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা করছে উদ্ধারকারী দল।
বিএসডি/ এফ এ