থাইল্যান্ডের ওয়াং নাম খিয়াও জেলায় সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে কনে, শাশুড়িসহ চারজনকে গুলি করে হত্যা করেছে বর। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে আরেকটি সূত্র জানিয়েছে, এ ঘটনার পর বর নিজেও আত্মহত্যা করেছেন।
প্রতিবেদনে বলা হয়, বিয়ের দিন বর চারং সুকসুক (২৯) মদ্যপ অবস্থায় ছিলেন। কিন্তু কী কারণে তিনি এ ঘটনা ঘটালেন তা এখনো স্পষ্ট নয়।
চারং প্রাক্তন সেনাকর্মী ও প্যারা অ্যাথলিট। ট্রেনে কাটা পড়ে তার একটা পা বাদ যায়। তবে সেনাকর্মী হওয়ায় তার বন্দুকের লাইসেন্স পেতে কোনো সমস্যা ছিল না। পুলিশ জানিয়েছে, তিনি গত বছর বন্দুক ও গোলাবারুদ কিনেছিলেন।
খবর অনুযায়ী, চারং হঠাৎ করে বিয়ের অনুষ্ঠান ছেড়ে যান এবং বন্দুক নিয়ে ফিরে আসেন। এ সময় কনে কাঞ্চনা পাছুনথিয়েক (৪৪), তার ৬২ বছর বয়সী শাশুড়ি এবং ৩৮ বছর বয়সী শ্যালিকাকে গুলি করেন। এছাড়াও তিনি দুই অতিথিকে গুলি করেন। এরমধ্যে একজন হাসপাতালে মারা গেছে।
বিএসডি/ এফ এ