বর্তমান সময় ডেস্কঃ
যৌতুক নিরোধ আইনে দণ্ডপ্রাপ্ত আসামি জসীমউদ্দীনকে (৩০) গ্রেপ্তার করেছে শালিখা থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতে শালিখা থানা উপপুলিশ পরিদর্শক (এসআই) রকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাগুরা সদর থানার জগদল বাজার থেকে হিজড়া ছদ্মবেশ ধারণকালে তাকে গ্রেপ্তার করে। জসীমউদ্দীন শালিখার পাঁচ কাহুনিয়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, ২০১৬ সালে জসীমউদ্দীনের স্ত্রীর করা একটি যৌতুকের মামলায় তাকে ২ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে চলতি বছরের জুন মাসে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি জসীমউদ্দীন দীর্ঘদিন ধরে মাগুরার বিভিন্ন এলাকায় হিজড়া ছদ্মবেশ চলাফেরা করত। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে মাগুরা সদরের জগদাল বাজার থেকে হিজড়া ছদ্মবেশ অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২ ডিসেম্বর)) আসামিকে মাগুরা কোর্টে সোপর্দ করা হয়।
বিএসডি/আরপি