নিজস্ব প্রতিবেদক,
করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে সারাদেশে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে ১৫৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে লকডাউনেও থামানো যাচ্ছে না আক্রান্তের হার। আর রোগীর চাপ সামলাতে দিশেহারা হাসপাতালগুলো। তৈরি হয়েছে শয্যা ও অক্সিজেন সংকট। নিচে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার করোনার চিত্র তুলে ধরা হলো-
রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন ছিলেন করোনা আক্রান্ত, বাকি ১২ জনের ছিল করোনার উপসর্গ আর ২ জন নেগেটিভ হয়েও মারা গেছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালের দুটি পিসিআর ল্যাব ৬৫০ জনের নমুনা পরীক্ষায় ১৬৮ জনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ২৫ দশমিক ৪৫ শতাংশ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন ছিলেন করোনা আক্রান্ত, বাকি ১২ জনের ছিল করোনার উপসর্গ আর ২ জন নেগেটিভ হয়েও মারা গেছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালের দুটি পিসিআর ল্যাব ৬৫০ জনের নমুনা পরীক্ষায় ১৬৮ জনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ২৫ দশমিক ৪৫ শতাংশ।
ময়মনসিংহ:
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন করোনা আক্রান্ত ও ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ২৪ ঘণ্টায় ৯২০টি নমুনা পরীক্ষা করে ২৬৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৮ দশমিক ৫৮ শতাংশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন করোনা আক্রান্ত ও ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ২৪ ঘণ্টায় ৯২০টি নমুনা পরীক্ষা করে ২৬৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৮ দশমিক ৫৮ শতাংশ।
বরিশাল:
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১২ জন মারা গেছেন। তাদের মধ্যে দুজন করোনা নিয়ে ও ১০ জন উপসর্গ নিয়ে মারা যান। ২৪ ঘণ্টায় জেলায় ১৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯ দশমিক ৩৬ শতাংশ। এদের মধ্যে ৯১ জন সিটি করপোরেশনের বাসিন্দা।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১২ জন মারা গেছেন। তাদের মধ্যে দুজন করোনা নিয়ে ও ১০ জন উপসর্গ নিয়ে মারা যান। ২৪ ঘণ্টায় জেলায় ১৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯ দশমিক ৩৬ শতাংশ। এদের মধ্যে ৯১ জন সিটি করপোরেশনের বাসিন্দা।
বগুড়া:
গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬ জন। এদের মধ্যে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৮ জন, শহীদ জিয়াতে ৭ জন ও টি এম এস হাসপাতালে ১ জন। ৫২৪টি নমুনা পরীক্ষায় ১৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৫০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬ জন। এদের মধ্যে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৮ জন, শহীদ জিয়াতে ৭ জন ও টি এম এস হাসপাতালে ১ জন। ৫২৪টি নমুনা পরীক্ষায় ১৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৫০ শতাংশ।
নেত্রকোনা:
জেলায় একদিনে করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সদরে ৩৬ জন, মোহনগঞ্জে ২০ জন, বারহাট্টায় ০৮ জন, কেন্দুয়ায় ৪ জন, মদনে ২ জন, পূর্বধলায় ৪ জন, কলমাকান্দায় ৪ জন, আটপাড়ায় ৭ জন, দুর্গাপুরে ১১ জন ও খালিয়াজুরীতে ৫ জন রয়েছেন।
জেলায় একদিনে করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সদরে ৩৬ জন, মোহনগঞ্জে ২০ জন, বারহাট্টায় ০৮ জন, কেন্দুয়ায় ৪ জন, মদনে ২ জন, পূর্বধলায় ৪ জন, কলমাকান্দায় ৪ জন, আটপাড়ায় ৭ জন, দুর্গাপুরে ১১ জন ও খালিয়াজুরীতে ৫ জন রয়েছেন।
পঞ্চগড়:
পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৬৫ জনের পরীক্ষা করে নতুন করে আরও ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮০৪ জন । এ পর্যন্ত জেলায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৯৫৪ জন।
পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৬৫ জনের পরীক্ষা করে নতুন করে আরও ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮০৪ জন । এ পর্যন্ত জেলায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৯৫৪ জন।
সাতক্ষীরা:
গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনায় ও ৪ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। ২৭৬ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৩৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনায় ও ৪ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। ২৭৬ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৩৯ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় ১৪ জন নোয়াখালীতে ২ জন, বাগেরহাটে ৫, যশোরে ৮ জন, ঝিনাইদহে ৭ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, পঞ্চগড়ে একজন, ঠাকুরগাঁওয়ে ৪ জন, চট্টগ্রামে ১০ জন, ফরিদপুরে ১১ জন ও খুলনার চারটি হাসপাতালে ১৯ জনের মৃত্যু হয়েছে।
বিএসডি/এম এম