নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি প্রকাশ হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বাতিল ও পুনরায় মূল্যায়নের দাবিতে সচিবালয়ে শতাধিক শিক্ষার্থী ঢুকে পড়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে নিরাপত্তাহীনতায় অনেক কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ের আগেই সচিবালয় থেকে বের হওয়ার অপেক্ষা করছেন।
বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে সরেজমিন ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে৷
সরেজমিনে দেখা যায়, ভয়-আতঙ্কে অনেক কর্মকর্তা-কর্মচারী সচিবালয় থেকে বের হওয়ার চেষ্টা করছেন। তবে সবগুলো গেইট বন্ধ থাকায় কেউ বের হতে পারছেন না। এতে কর্মকর্তা-কর্মচারীরা আরও আতঙ্ক হয়ে পড়ছেন।
নিলুফার ইয়াসমিন নামে এক নারী বলেন, কখন বের হতে পারব জানি না। হঠাৎ দেখি জোরে আওয়াজ। পরে দেখি এদিক সেদিক ছুটছে সবাই। আমিও বের হতে চাচ্ছি। কিন্তু সবগুলো গেইট বন্ধ। এভাবে তো সচিবালয় চলতে পারে না। সচিবালয় কী দাবি আদায়ের কারখানা!
এর আগে চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং ত্রুটি সংশোধনের দাবিতে সচিবালয়ে প্রবেশ করে শতাধিক শিক্ষার্থী। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে এসব শিক্ষার্থী জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এরপর বেলা ২টা ৫০ মিনিটে পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে প্রবেশ করেন তারা।
পরে সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেন। এ সময় তাদের লাঠিপেটাও করা হয়।
সরেজমিনে দেখা যায়, পুলিশ এবং সেনাবাহিনী সদস্যদের তাড়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা। এর মধ্যে সচিবালয়ের ভেতরে আটকা পড়েন বেশকিছু শিক্ষার্থী। তাদেরকে আটক করে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়েছে।