বিএসডি অনলাইন-
২৮ বছর। শিরোপার জন্য আর্জেন্টিনার অপেক্ষা ছিল এতটাই দীর্ঘ। গত কোপা আমেরিকা জিতে সেই আক্ষেপ দূর করেছে আলবিসেলেস্তেরা। বহুদিনের আন্তর্জাতিক শিরোপা না জিততে পারার আফসোস শেষ হয়েছে দলটির অধিনায়ক লিওনেল মেসিরও।
এতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে টাইব্রেকারে তিন শট ঠেকিয়ে দেন তিনি। পুরো টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত ছিলেন অ্যাস্টন ভিলার এই ফুটবলার।
কোপা আমেরিকার শিরোপা জয় নিয়ে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলেকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। যেখানে তিনি দেখিয়েছেন আরও বড় স্বপ্ন। বলেছেন, ‘কোন আর্জেন্টাইন চায় না মেসি শিরোপা জিতুক? কোপা আমেরিকা জিতেছে। আশা করি এবার আমরা তাকে বিশ্বকাপটাও দিতে পারবো।’
মেসিকে নিয়ে তিনি বলেন, ‘আমরা একসঙ্গে কার্ড খেলি। মার্চেসিন, মুসো ও আমি; মেসি, পারেদেস ও ডি পলের বিপক্ষে থাকি। সে খুব সাধারণ ও দারুণ একজন। যে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে কিছু জিততে চায়। সেটা যেকোনো ফুটবলারের চেয়েই মেসি বেশি চায়। সে এটা আমাদের মধ্যেও ছড়িয়ে দিয়েছে। কীভাবে আমরা এখন জিততে না চেয়ে থাকতে পারি?’
কোপা আমেরিকার শিরোপা জয় নিয়ে মার্টিনেজ বলেন, ‘আপনারা বলে থাকেন- আমি একজন আর্জেন্টাইন ভক্ত যে স্বপ্ন পূরণ হতে দেখতে চাই। আমি লক্ষ্যে পৌঁছানোর আগে লড়াই করা থামাই না। আমি জানি না মেসি আর কয়টা কোপা আমেরিকা বা বিশ্বকাপ খেলবে। তার সঙ্গে একটা টুর্নামেন্ট খেলার পরই আমার জন্য…যখন কোপায় আমার অভিষেক হলো, আমি বলেছিলাম- আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে।’
বিএসডি/মাজিদ