নিজস্ব প্রতিবেদক
নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (৭ নভেম্বর) সারাদেশে ছয়টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩টি প্রতিষ্ঠানকে ৫৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা হয় ১১৮ কেজি পলিথিন।
রাজধানীর নিউমার্কেট ও কাঁচাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা হয় ২৩ কেজি পলিথিন।
এদিকে, চট্টগ্রামের সার্কিট হাউসে পরিবেশবিষয়ক মতবিনিময় সভা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। সভায় পাহাড় কাটা, বন সংরক্ষণ, হাতি সংরক্ষণ এবং পলিথিন-পলিপ্রোপাইলিন ব্যাগ ব্যবহার রোধে আলোচনা হয়। সভায় বিভাগীয় কমিশনার, প্রধান বন সংরক্ষক, জেলা প্রশাসক, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার সরকারি-বেসরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে আকবরশাহ এলাকার পাহাড় কাটা স্থান এবং সুপারমার্কেট পরিদর্শন করেন সচিব।