নিজস্ব প্রতিবেদক,
ঈদের ছুটিতেও কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা থাকবে। ফলে ঈদুল আজহার বন্ধের সময়ে আমদানি-রফতানি কার্যক্রম চালানো যাবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলোকে চিঠি পাঠিয়ে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুরোপুরি না হলেও সীমিত পরিসরে এসব অফিস খোলা রাখতে বলা হয়েছে।
বুধবার (২১ জুলাই) ঈদুল আজহা। মঙ্গলবার (২০ জুলাই) থেকে শুরু হয়ে বুধ ও বৃহস্পতিবারও ঈদের ছুটি। এই তিনদিন আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনা করা যাবে।
চট্টগ্রাম বন্দর দিয়েই সিংহভাগ আমদানি-রফতানি হয়। এরপরেই বেনাপোল কাস্টম হাউস দিয়ে বেশি আমদানি-রফতানি কার্যক্রম হয়। ঈদের বন্ধের সময় এই দুটি কাস্টম হাউসের পাশাপাশি ঢাকা, মোংলা, কমলাপুর, আইসিডি ও পানগাঁও কাস্টমও খোলা থাকবে।
বিএসডি/এমএম