নিজস্ব প্রতিনিধিঃ
ওরা সংশপ্তক, ওরা যোদ্ধা।ওরা করোনা যুদ্ধের অগ্রবতি সেনা।ওরা অবিরাম।ওদের কাছে একটাই মূলমন্ত্র ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই্’। করোনার করালগ্রাসে একের পর এক মানুষ যখন মৃত্যুরকোলে ঢলে পড়ছে তখন ওদের চেষ্টা মৃত্যুকে পরাজিত করে মানুষকে সুস্থ্য করে তোলা।
কথাগুলো বলছিলেন খুলনা করোনা যুদ্ধের অন্যতম সেনাপতি শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের সমন্বয়কারী চৌধুরী রায়হান ফরিদ। তিনি বলেন, আজ ঈদ-উল-আযহা।সবাই যখন ঈদ আনন্দে ব্যস্ত তখন শেখ সোহেল অক্সিজেন ব্যাংকর সেচ্ছ্বাসেবীরা করোনায় আক্রান্তদের সুস্থ্য করে তুলতে নিরলসভাবে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন,করোনা ছোবলে অসুস্থ্য খুলনাকে সুস্থ্য করে তুলতে জাতির জনক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র,দক্ষিন পশ্চিমান্চলের অভিভাবক জননেতা শেখ হেলালউদ্দিন এমপি এর দেয়া ২টি এম্বুলেন্স এবং বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল এর দেয়া প্রায় ২০০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের নিবেদিত সেচ্ছাসেবকরা চব্বিশ ঘন্টা করোনা রোগীদের সেবা করে যাচ্ছে।
উল্লেখ্য,গত বছর কোভিড মহামারীর প্রকটের কথা চিন্তা থেকে খুলনার মানুষের জন্য আগাম অক্সিজেনের ব্যবস্থা হিসেবে জাতির জনক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, শেখ সোহেল এর একান্ত সহযোগীতায় খুলনা অক্সিজেন ব্যাংক গড়ে তোলা হয়।
বিএসডি/এমএম