চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আশরাফ উদ্দীন চৌধুরী নিহত হওয়ার ৬০ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন পরিবারের লোকজন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সদরের জয়কালী হাট এলাকার মা কমিউনিটি সেন্টারের সামনে আশরাফ উদ্দীন চৌধুরীকে (১৭) ছুরিকাঘাত করে কয়েকজন। ওই সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে সে মারা যায়।
ঘটনার পরদিন নিহত আশরাফের বাবা মো. আবদুল চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক উপসম্পাদক নয়ন সরকারকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। তিনি আজ সোমবার সকাল সাতটার দিকে বলেন, ‘ঘটনার ৬০ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আমরা হতাশ।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চলছে।