নিজস্ব প্রতিবেদক
কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা দিয়ে বিতর্কের মুখে নিজের বক্তব্য পরিষ্কার করেছেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।
নুরুল ইসলাম সাদ্দাম বলছেন তার বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
তিনি বলেন, আমার একটি ভিডিও ক্লিপ কালের কণ্ঠ ডিজিটাল প্লাটফর্মে প্রচারিত হয়েছে। বিষয়টি নিয়ে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি মূলত জুলাই আন্দোলন চলাকালীন তাদের অনলাইন প্ল্যাটফর্মের কাভারেজের প্রতি ইনডিকেট করেছি। এই পত্রিকার প্রিন্ট কপি সাধারণত আমার পড়া হয় না। তারা আমাদের অফিসে এসে আমাকে তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে জুলাই আন্দোলন চলাকালীন, আন্দোলন পূর্ববর্তী ছাত্রশিবিরে বিভিন্ন কর্মসূচির কাভারেজ ও জুলাই পরবর্তী নিউজের প্রচার সম্পর্কে অবহিত করে শুভেচ্ছা বক্তব্য প্রদানে অনুরোধ জানালে, তাৎক্ষণিক আমি শুভেচ্ছা বক্তব্যটি প্রদান করি।
তবে ক্যাপসনের লেখাতে আমার বক্তব্য কিছুটা বিকৃত করা হয়েছে। আমি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে তাদের ভূমিকা রাখার প্রতিই মূলত গুরুত্ব প্রদান করি।
যদিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই পত্রিকার প্রিন্ট কপিতে ফ্যাসিবাদের পক্ষে জোড়ালো অবস্থান দেখে আমি বিস্মিত হয়েছি। এ ব্যাপারে তাদের জাতির সামনে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। এ জাতীয় ক্ষেত্রে বক্তব্য প্রদানে ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন বলেও উল্লেখ করেন তিনি।