বিনোদন ডেস্ক
দক্ষিণী সুপারস্টার প্রভাস। ব্যক্তিগত জীবনে তার সম্পর্ক নিয়ে জল্পনা হয়েছে বিস্তর। একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কোনও সদুত্তর পাওয়া যায়নি।
অবশেষে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণী এই তারকা। গত বেশ কয়েক বছর ধরে প্রভাসকে নিয়ে নানা রকমের গুঞ্জন রটেছে। কোনো গুঞ্জনেই পালে হাওয়া মেলেনি।
তবুও পছন্দের অভিনেতাকে বরের বেশে দেখতে বহুদিন ধরে অপেক্ষা করছেন অনুরাগীরা। অবশেষে তাদের সেই ইচ্ছাই এবার নাকি পূরণ হতে চলেছে।
‘বাহুবলী’ ছবির সময় থেকে আনুশকা শেট্টির সঙ্গে নাম জড়িয়েছে প্রভাসের। এমনও শোনা গিয়েছিল, আনুশকাকেই নাকি বিয়ে করবেন তিনি।
তবে এবার শোনা যাচ্ছে অন্য এক পাত্রীর কথা। এক সাক্ষাৎকারে অভিনেতা রামচরণের মন্তব্যে নতুন এই জল্পনার সূত্রপাত। দক্ষিণী তারকা জানিয়েছেন, খুব শিগগিরই নাকি বিয়ে করতে চলেছেন প্রভাস। পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের গনপভরামের মেয়ে।
এরপরেই জল্পনা বাড়িয়ে দেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় বিশ্লেষক মনোবালা বিজয়বালান। এক্স হ্যান্ডলে তিনি প্রভাসের নাম লিখে তার সঙ্গে নবদম্পতির ইমোজি জুড়ে দিয়েছেন।
এই পোস্টে দেখেই কৌতূহল প্রকাশ করতে শুরু করেন প্রভাস অনুরাগীরা। উচ্ছ্বসিত হয়ে তারা পাত্রী সম্পর্কে জানতে চান। কেউ কেউ আবার আনুশকা শেট্টিকেই পাত্রী হিসাবে দেখতে চাইছেন।
যদিও নেটিজেনদের একাংশ মনে করছেন, প্রভাসের বিয়ে জল্পনা নাকি স্রেফ গুঞ্জন। পরবর্তী সিনেমার প্রমোশন হিসেবেই হয়তো বিয়ের কৌশল বেছে নিচ্ছেন এই তারকা।
বিষয়গুলো নিয়ে এখনও পর্যন্ত মুখ কুলুপ এঁটেছেন প্রভাস। বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।