নিজস্ব প্রতিবেদক
পশ্চিমাঞ্চলে চলাচল করা দুটি আন্তঃনগর ট্রেনের দুই স্টেশনে যাত্রাবিরতি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। যা আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় বিষয়টি জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, পশ্চিমাঞ্চল রেলওয়ের বাণিজ্যিক বিভাগের তথ্যমতে আগামী ১৯ জানুয়ারি থেকে পরবর্তী দিনগুলোতে ‘দ্রুতযান এক্সপ্রেস’ (৭৫৭/৭৫৮) ট্রেনের পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার কিসমত রেলওয়ে স্টেশনে এবং ‘মধুমতি এক্সপ্রেস’ (৭৫৫/৭৫৬) ট্রেনের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পুখুরিয়া রেলওয়ে স্টেশনের কোনো টিকিট বিক্রি হয়নি।
এমতাবস্থায় যাত্রী চাহিদা না থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিসমত রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস এবং পুখুরিয়া রেলওয়ে স্টেশনে মধুমতি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি প্রত্যাহার করা হলো।
রেলওয়ের তথ্য অনুযায়ী, দ্রুতযান এক্সপ্রেস ঢাকা থেকে রাত ৮টায় রওনা হয়ে কিসমত রেলওয়ে স্টেশনে পৌঁছায় ভোর ৬টা ৬ মিনিটে। পঞ্চগড় থেকে সকাল ৭টা ২০ মিনিটে রওনা হয়ে কিসমত রেলওয়ে স্টেশনে পৌঁছায় ৭টা ৩৫ মিনিটে।
অন্যদিকে মধুমতি এক্সপ্রেস ঢাকা থেকে দুপুর ৩টায় রওনা হয়ে পুখুরিয়া রেলওয়ে স্টেশনে পৌঁছায় বিকেল ৪টা ৪৫ মিনিটে। এবং রাজশাহী থেকে ভোর ৬টা ৪০ মিনিটে রওনা হয়েছে পুখুরিয়া রেলওয়ে স্টেশনে পৌঁছায় বেলা ১১টা ৮ মিনিটে।