আন্তর্জাতিক ডেস্ক
ডোনাল্ড ট্রাম্পের খড়্গ নেমে এলো এবার যুক্তরাষ্ট্রভিত্তিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডির ওপর। মার্কিন প্রশাসন সংস্থাটির প্রায় ৯৭ শতাংশ কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করছে বলে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক চার কর্মকর্তা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ওই ব্যক্তিরা জানিয়েছেন, বিশ্বব্যাপী সংস্থাটির ১০ হাজারের বেশি কর্মী রয়েছেন। তাদের মধ্যে আফ্রিকা কার্যালয়ে ১২ এবং এশিয়া কার্যালয়ে ৮ জন সহ কেবল ২৯৪ জনকে চাকরিতে বহাল রাখার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বাকিদের চাকরিচ্যুত করা হবে।
২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেক হওয়ার পর থেকে তার ঘনিষ্ঠ মিত্র ও ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বে কঠোর সমালোচনার শিকার হয়ে আসছে ইউএসএআইডি। কোনও যথাযথ প্রমাণাদি ছাড়াই সংস্থাটির কর্মীদের অপরাধী আখ্যা দিয়ে একের পর এক পদক্ষেপ নিয়ে গেছেন তারা। ডজনকে ডজন কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো, শয়ে শয়ে ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করা এবং বিশ্বব্যাপী জনহিতকর কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করার ধারাবাহিকতায় অবশেষে গণ ছাঁটাইয়ের পদক্ষেপ নিতে যাচ্ছে মার্কিন প্রশাসন।
এই পদক্ষেপের সমালোচনা করে ইউএসএআইডির সাবেক প্রধান এবং ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ব্রায়ান অ্যাটউড। তিনি বলেছেন, বিশ্বের লাখ লাখ মানুষের জীবন বাঁচাতে নিবেদিত একটা সংস্থায় ব্যাপক ছাঁটাই করে এটিকে কার্যত মেরে ফেলা হবে। এতে অনেক মানুষ হয়ত প্রাণ হারাবেন। পুরো পরিকল্পনাটাই অত্যন্ত জঘন্য।
এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে কোনও সাড়া পায়নি রয়টার্স।