আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন সরকারি কর্মীদের বাইআউট প্রোগ্রাম বা স্বেচ্ছা অবসর কর্মসূচির সময়সীমা অন্তত সোমবার পর্যন্ত বৃদ্ধি করেছে দেশটির আদালত। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক মার্কিন বিচারকের রায়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এই পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত হলো। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ট্রাম্প প্রশাসনের গৃহীত সরকারি কর্মীদের স্বেচ্ছায় অবসর গ্রহণ কর্মসূচি পরিকল্পনার নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাওয়ার কয়েকঘণ্টা আগে এই সিদ্ধান্ত দেন বোস্টন অঙ্গরাজ্যের বিচারক জর্জ ও’টুলি।সোমবারের শুনানিতে সব যুক্তি গ্রহণ শেষে এই কর্মসূচি আরও দীর্ঘমেয়াদে স্থগিতকরণ বা স্থায়ীভাবে বাতিল করে দেওয়ার প্রাথমিক পদক্ষেপ নিতে পারেন তিনি।
হোয়াইট হাউজের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইতোমধ্যেই ৬০ হাজারের অধিক কর্মী ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করেছেন। আদালতের সিদ্ধান্তের পর এই প্রস্তাব গ্রহণের সময়সীমা সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে।
ট্রাম্পের অভিযোগ, প্রথম মেয়াদে তার অ্যাজেন্ডা বাস্তবায়নে আমলাতন্ত্র যথেষ্ট প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। তাই আমলাতন্ত্র পুনর্গঠনের পাশাপাশি সরকারি ব্যয় সংকোচনের উদ্দেশে এক বিস্তৃত পরিকল্পনার অংশ হিসেবে এই প্রস্তাব দিয়েছিল তার প্রশাসন।
ওই প্রস্তাবে বলা হয়েছে, স্বেচ্ছা অবসরে গেলে অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন ছাড়াই বেতনাদি ও অন্যান্য সুবিধা পাবেন কর্মীরা। তবে সঙ্গে এটাও বলা হয়েছে যে, কিছু অনিশ্চয়তা থেকে যেতেও পারে।
এদিকে, এই প্রস্তাবের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয় সংবাদমাধ্যমে মার্কিন শিক্ষা বিভাগ দাবি করেছে, ট্রাম্পের প্রস্তাব গ্রহণকারীদের বেতনাদি যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া, প্রস্তাবটি যথেষ্ট বিশ্বাসযোগ্য নয় বলে অভিযোগ করেছেন ডেমোক্র্যাট সদস্য ও শ্রমিক সংগঠনের নেতারা।
আদালতের রায়ে কিছুটা স্বস্তি পেয়েছেন অনেক সরকারি কর্মী। সরকারি সম্পত্তি দেখভালের দায়িত্বে থাকা জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনের এক কর্মী বলেছেন, আদালতের সিদ্ধান্তে আমরা মনে কিছুটা জোর পাচ্ছি। আমরা আশা করছি, বিচার বিভাগ আমাদের পাশে থেকে পুরো স্বেচ্ছা অবসর কর্মসূচিকেই বাতিল করে দেবে।