নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরও রাশিয়ার যুদ্ধাপরাধ বিষয়ক তদন্ত অব্যাহত থাকবে বলে আশাবাদী ইউক্রেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এই কথা বলেছে কিয়েভের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউক্রেনের রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেওরহিই তিকহিই বলেছেন, আইসিসি ও যুক্তরাষ্ট্রের দীর্ঘ এবং জটিল ইতিহাস রয়েছে। তবে আমাদের বিশ্বাস, রুশ যুদ্ধাপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং ইউক্রেনের বিষয়ে গুরুত্বপূর্ণ সব কাজ আইসিসি চালিয়ে যাবে।
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো মিত্রদেশের নাগরিকদের বিরুদ্ধে তদন্ত পরিচালনাকারী ব্যক্তিদের ওপর অর্থনৈতিক ও ভ্রমণ বিষয়ক নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প। সদস্যভুক্ত দেশে সংঘটিত যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং আগ্রাসনের বিরুদ্ধে বিচারকাজ পরিচালনা করতে পারে এই আদালত।