আন্তর্জাতিক ডেস্ক
গাজা যুদ্ধবিরতি আলোচনা চালিয়ে নিতে কাতারে পৌঁছেছে ইসরায়েলের একটি প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র জানিয়েছেন, রবিবার (৯ ফেব্রুয়ারি) তারা কাতারে পৌঁছায়। এদিকে, হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, গাজার একটি গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে প্রত্যাহার করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের পর এই সপ্তাহে ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে নেতানিয়াহুর দফতরের একটি সূত্র জানিয়েছে, এই পর্যায়ে ইসরায়েলি প্রতিনিধিরা কেবল কারিগরি বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। বড় ধরনের ইস্যুগুলো যেমন যুদ্ধপরবর্তী গাজার প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আলোচনা এখনও শুরু হবে না।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে প্রস্তাব দেন যে ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে দেওয়া হোক এবং এই অঞ্চল যুক্তরাষ্ট্রের মালিকানায় থাকুক।
তবে মার্কিন কর্মকর্তারা পরে ট্রাম্পের মন্তব্য কিছুটা সংশোধন করে বলেন, ফিলিস্তিনিরা গাজায় ফিরে আসতে পারবে, তবে অঞ্চলটি পুনর্নির্মাণ ও অবিস্ফোরিত বোমা সরানোর পর।
ট্রাম্পের এই পরিকল্পনা তীব্র সমালোচনার মুখে পড়ে, অনেকেই এটিকে ‘জাতিগত নিধন’ বলে আখ্যা দিয়েছেন। তবে ইসরায়েলি কর্মকর্তারা এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন।
নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা মঙ্গলবার ট্রাম্পের প্রস্তাবসহ যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করবে বলে তার দফতরের সূত্র জানিয়েছে।