নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে বিশ্বব্যাংকের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে রেইজার বিশ্বব্যাংকের সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থের বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে রয়েছে দেশের প্রধান স্বচ্ছতা, শাসনব্যবস্থা ও ডিজিটালাইজেশন সংক্রান্ত সংস্কারে বিশ্বব্যাংকের অর্থায়ন, বিশেষ করে কর প্রশাসন নিয়ে উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, কর নীতি ও প্রশাসন, পাবলিক ক্রয় এবং পরিসংখ্যানসহ স্বচ্ছতা ও শাসনব্যবস্থা উন্নত করার জন্য বিশ্বব্যাংক বিভিন্ন জরুরি সংস্কারে বাংলাদেশকে সহায়তা করছে৷
রাইজার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যতের সরকার এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংস্কারগুলো বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর অখণ্ডতার প্রতি জনগণ এবং ব্যবসার আস্থা জোরদার করে ভবিষ্যতে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ভিত্তি স্থাপনে সহায়তা করবে।
রাইজার রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা এবং শাসনব্যবস্থা উন্নত করার জন্য কর প্রশাসন এবং কর নীতি পৃথকীকরণের আহ্বান জানিয়েছেন।
রাইজার আরও বলেন, কর ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র কর্তৃপক্ষ সংসদ হওয়া উচিত।
প্রধান উপদেষ্টা ছয়টি প্রধান কমিশনের সুপারিশকৃত সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ সহজতর করার জন্য একটি ঐক্যমত্য কমিশন গঠনের বিষয়ে তার সাম্প্রতিক সিদ্ধান্ত ব্যাখ্যা করেছেন।
প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলি সংস্কারের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর পর, তারা জুলাই মাসের একটি সনদে স্বাক্ষর করবে, যা অন্তর্বর্তীকালীন সরকার এবং পরে রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে।
রাইজার সরকারি ক্রয়ের উন্নতি এবং তথ্যের মান উন্নত করার জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর স্বাধীনতার গুরুত্বের ওপরও জোর দেন, যা সুষ্ঠু নীতি নির্ধারণের জন্য অপরিহার্য।
সভায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর বিশদ বিবরণসহ একটি শক্তিশালী ডিজিটাইজেশন এজেন্ডার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রেইজার বলেন, বিশ্বব্যাংক ঢাকাকে শক্তিশালী ডিজিটাল শনাক্তকরণ অবকাঠামো সম্পন্ন দেশগুলোর সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করতে পারে।