নিজস্ব প্রতিবেদক,
যুক্তরাজ্যে তরুণদের মধ্যে করোনার সংক্রমণ বাড়ছে। এদের অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা দিতে হচ্ছে। রোববার দেশটির জয়েন্ট কমিটি অন ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন এই তথ্য জানিয়েছে।
ইউনিভার্সিটি অব ব্রিস্টলের অধ্যাপক অ্যাডাক ফিন জানিয়েছেন, ব্রিস্টলে প্রায় ২০০ রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের গড় বয়স ৪০।
ইংল্যান্ডে করোনার যেসব বিধিনিষেধ ছিল তার পুরোটাই গত সোমবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জনাকীর্ণ নৈশক্লাবের যেসব ছবি প্রকাশ হয়েছে, তাতে কাউকেউ মাস্ক বা সামাজিক দূরত্ববিধি মানতে দেখা যায়নি। বিশেষজ্ঞদের আশঙ্কা, এর ফলে টিকা না পাওয়া তরুণদের মধ্যে করোনার সংক্রমণ বাড়বে।
অধ্যাপক অ্যাডাক ফিন বলেছেন, ‘ইনটেনসিভ কেয়ার ইউনিটে ৩০ বছরের কম বয়সী মানুষ রয়েছেন, যাদের উচ্চমাত্রার অক্সিজেন থেরাপি প্রয়োজন।’
তিনি বলেন, ‘অল্প বয়সীদের ক্ষেত্রে এটা সবসময় তুচ্ছ বিষয় নয়। এই মুহূর্তে অল্প বয়সীরা সত্যিই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে টিকা দেওয়ার বিষয়টি ভাবনার একটি ভালো কারণ।
বিএসডি/এমএম