আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ‘রাজা’ হিসেবে অভিহিত করেছেন। সামাজিকমাধ্যম ট্রুথে এক পোস্টে তিনি লিখেছেন, “জ্যাম মূল্য নির্ধারণ বন্ধ হয়ে গেছে। ম্যানহাটন এবং নিউইয়র্কের সব জায়গা রক্ষা হয়েছে। রাজা দীর্ঘিজীবী হোক।”
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য কর্তৃপক্ষ যানজট নিরসন ও গণপরিবহন খাত সংস্কারের অর্থ যোগাতে ম্যানহাটনের ব্যস্ত সড়কে প্রবেশের ক্ষেত্রে প্রত্যেক গাড়ির চালক থেকে ৯ ডলার করে টোল নিয়ে থাকে। এতে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের যে অনুমতি রয়েছে সেটি তুলে নিতে যাচ্ছেন ট্রাম্প। এটি কার্যকর হলে ম্যানহাটনের ব্যস্ত সড়কে প্রবেশে গাড়ি চালকদের আর টোল দিতে হবে না। এই টোল নেওয়ার আরেকটি উদ্দেশ্য হলো চালকদের গাড়ি নিয়ে ম্যানহাটনে প্রবেশে নিরুৎসাহিত করা। সেখানে টাইমস স্কয়ারসহ আরও কিছু ব্যস্ত জায়গার অবস্থান রয়েছে। যেখানে অনেক মানুষ ঘুরতে বা অন্য কাজে আসেন।
টোল তুলে নিলে গাড়ি চালকদের অর্থ সাশ্রয় হবে এমনটি ইঙ্গিত দিয়ে তাদের আর্থিকভাবে বাঁচিয়ে দিয়েছেন এমন কিছু বুঝিয়েছেন ট্রাম্প। সঙ্গে নিজেকে রাজা হিসেবে অভিহিত করেছেন তিনি।
ট্রুথে ট্রাম্পের করা পোস্টটি প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। যা নতুন সমালোচনার জন্ম দিয়েছে।
চালকদের কাছ থেকে টোল আদায়ে প্রেসিডেন্টের আপত্তি আছে এমনটি জানিয়ে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুলের কাছে চিঠি দিয়েছেন ট্রাম্পের পরিবহণমন্ত্রী সিন ডাফি। এটিকে তিনি ‘পুরোনো এবং অনৈতিক’ হিসেবে অভিহিত করেছেন। পরিবহণমন্ত্রী আরও বলেছেন, এই টোলের কারণে সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তবে নিউইয়র্কের গভর্নর বলেছেন, তারা টোল আরোপ করায় সেখানে জ্যাম নাটকীয়ভাবে কমে গেছে এবং সাধারণ মানুষ দ্রুত সময়ে কাজে যেতে পারছেন। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পেরও সমালোচনা করেছেন এই গভর্নর। তিনি বলেছেন, “আমরা হলাম আইনের শাসনের দেশ। কোনো রাজার শাসিত দেশ নই। আমরা আপনাকে আদালতে দেখব।”