বিনোদন ডেস্ক
ভারতের ধনকুবেরে মুকেশ আম্বানি ও নীতা আম্বানির জ্যেষ্ঠপুত্র আকাশ এবং প্রয়াত অভিনেতা ঋষি কাপুর ও অভিনেত্রী নীতু কাপুরের পুত্র রণবীর- দুই বাড়ির দুই ছেলের দীর্ঘদিনের বন্ধুত্ব স্কুল জীবন থেকেই। সেক্ষেত্রে ছেলেদের মায়েদের মধ্যেও হয় বন্ধুত্ব। কিন্তু সেই বন্ধুত্বে নিজেদের পোশাক আদান-প্রদান করার মতো সখ্যতা থাকতে পারে কি না, তা নিয়েই এবার প্রশ্ন উঠল!
বিষয়টি খোলাসা করে বললে, সম্প্রতি নীতা আম্বানির পোশাকে দেখা গেছে নীতু কাপুরকে! অর্থাৎ, লম্বাঝুলের কালো রঙের একটি কুর্তা; যার গলায় সোনালি রঙের জারদৌসি কাজ, প্রান্তে জরির লেস। কালো রঙের ওড়নায় সবুজ পাড়। তার ওপর সূক্ষ্ম সোনালি জরির কাজ। সঙ্গে সবুজ রঙের প্লাজো। ট্রাউজার্সের তলার দিকে স্কার্ট বর্ডারের পাড়। হ্যাঁ, হুবহু এক!
বিপত্তিটা হলো, সেই একই পোশাক পরে বছর দশেক আগে নীতা আম্বানিকে দেখা যায় অন্য একটি অনুষ্ঠানে। আর সে থেকেই সৃষ্টি হয়েছে পোশাক বিভ্রাটের মতো চর্চা।
এমন পোশাক বিভ্রাটের মতো বিতর্ক এড়াতেই তারকারা সাধারণত একই পোশাক পরেন না। বলা যায়, তারা জনসমক্ষে আসার কথা চিন্তাও করেন না। ইদানিং সাধারণ বিত্তের মানুষেরাও এই বিষয়ে সচেতন হয়ে পড়েছেন।
স্বাভাবিকভাবেই নীতা-নিতুদের নিয়ে ইন্টারনেটে নিন্দকদের চিন্তা, তাহলে কি ছেলেদের মতো তাদের মায়েদের বন্ধুত্বও এমনই গভীর যে, দু’জন দু’জনের কাছে পোশাক চেয়ে পরতে পারেন? বলা বাহুল্য, এই ‘পোশাক-বিভ্রাট’ দেখে রীতিমতো চর্চাই তাদের।