নিজস্ব প্রতিবেদক
জাপানের কৃষি, বন ও মৎস্য বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ‘ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার বিজনেস মিশন’ সংক্রান্ত দ্বিপাক্ষিক সভা আয়োজনে বাংলাদেশ পক্ষ থেকে সহযোগিতা প্রদান সংক্রান্ত সভার তারিখ পেছানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন যুগ্মসচিব ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাপানের কৃষি, বন ও মৎস্য বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ‘ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার বিজনেস মিশন’-এর সেমিনার, প্রদর্শনী, পরিদর্শন ও দ্বিপাক্ষিক সভা আয়োজনে বাংলাদেশ পক্ষ কর্তৃক সহযোগিতা প্রদান ও প্রস্তুতি বিষয়ে আগামী ২ মার্চ রোববার সকাল ১০টায় কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠাতব্য সভাটি অনিবার্য কারণবশত নির্দেশক্রমে স্থগিত করা হলো। সভার পরিবর্তিত সময় ও তারিখ যথাসময়ে অবহিত করা হবে।