নিজস্ব প্রতিবেদক
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, যা হচ্ছে তা ‘স্ট্রিট পেটি ক্রাইম’।
তিনি বলেন, ঢাকায় যা ঘটছে তাকে ‘স্ট্রিট পেটি ক্রাইম’ বলে। যেমন—মোবাইল টান দেওয়া। তারা মোবাইল নিয়ে দৌড় দেয়। এর চেয়ে সহজভাবে কোনো অপরাধ করা যায় না। সবচেয়ে ছোট অপরাধটি করা সহজ। যারা এ কাজটি করছে তাদের বয়স ১৫-২০ বা ২২ বছর।
শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ইদানিং কিছু স্ট্রিট অপরাধ হচ্ছে। ৮০-৯০ ভাগ ক্ষেত্রে সেটি করে উঠতি বয়সের ছেলেরা। আমরা যাদের কিশোর গ্যাং বলি। বাস, প্রাইভেটকার মোটরবাইকের যাত্রী হয়তো মনোনিবেশ করেন কথায়, তখন পেছন থেকে এসে মোবাইলটা টান দিয়ে দৌড় দেয়। এমন কিছু স্ট্রিট ক্রাইম হচ্ছে।
সাজ্জাত আলী বলেন, ঢাকায় ছিনতাইকারীরা এমন মোবাইলও টান দেয় যার দাম লাখ টাকা। অফিসিয়াল ফোন হলে আমরা উদ্ধারের চেষ্টা করি।
নগর পুলিশের শীর্ষ এই কর্মকর্তা বলেন, ঢাকা একটি মেগাসিটি এবং পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ মেগাসিটি। এ শহরে নানাবিধ সমস্যা আছে। সেই কথাটি আমি বলতে চাই না। ইদানিং ঢাকা মহানগরীতে বড় ধরনের অপরাধ (খুন-ডাকাতি) খুবই কম।
বিগত বছরের পরিসংখ্যান তুলনায় তিনি বলেন, পরিসংখ্যান দেখেন—বা অন্য দেশের বড় বড় শহরের অপরাধচিত্রের সঙ্গে একটি তুলনামূলক চিত্র দেখেন। দেখবেন সেই চিত্রে ঢাকা শহরে অপরাধের সংখ্যা কম।
তিনি আরও বলেন, আমি বলেছিলাম আমার থানায় ৫০০ মামলা হলে দায় দায়িত্ব পুলিশ কমিশনারের। আপনারা কোনো মামলা নিতে না করবেন না বা গড়িমসি করবেন না। আমার জানা মতে, এখন মামলা রিফিউজড করি না, ঘটনার সত্যতা থাকলে আমরা মামলা গ্রহণ করি।
এসময় উপস্থিত ছিলেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক, যুগ্ম কমিশনার রবিউল(ডিবি) ইসলাম ও মোহাম্মদ নাসিরুল ইসলাম, রমনার ডিসি মাসুদ আলম।