নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিবাদমুক্ত এবারের ঈদ অন্যবারের তুলনায় কিছুটা স্বস্তিদায়ক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।
রোববার (৬ এপ্রিল) রাজধানীর একটি মিলনায়তনে কাফরুল উত্তর থানা জামায়াত আয়োজিত এক ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
থানা আমির রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তাসলিম এবং ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ও অঞ্চল পরিচালক ডা. ফখরুদ্দিন মানিক।
আব্দুর রহমান মূসা বলেন, রহমত, মাগফিরাত ও জাহান্নামের আগুন থেকে মুক্তির মহিমান্বিত মাস মাহে রমজান আমাদের কাছ থেকে সদ্য বিদায় নিয়েছে। আমরা একমাস সিয়াম ও কিয়াম পালন শেষে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছি। এবারের ঈদ ছিল অন্যবারের তুলনায় কিছুটা হলেও ব্যতিক্রম। দ্রব্যমূল্য পুরোপুরি স্বস্তিদায়ক না হলেও মোটামুটি সহনীয় পর্যায়ে ছিল। সরকারের কার্যকর পদক্ষেপের কারণে বাজার সিন্ডিকেট খুবই একটা সুবিধা করতে পারেনি। ভোজ্যতেল ও চালের মূল্য ছাড়া খুব একটা মূল্যস্ফীতি লক্ষ্য করা যায়নি। পুরো রমজানজুড়েই রাজনৈতিক দলন-পীড়ন ছিল না। ফলে পুরো জাতিই আনন্দমুখর পরিবেশে এক ব্যতিক্রমী ঈদ উদযাপন করেছে।
তবে রমজান থেকে আমরা কতটা আত্মশুদ্ধি ও তাক্বওয়া অর্জন করতে পেরেছি তা উপলব্ধি করার সময় এসেছে। তিনি মাহে রমজানের শিক্ষায় নিজেদের জীবনকে রঙিন করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, অনেক ত্যাগ ও কোরবানির বিনিময়ে দেশ স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এজন্য ঝরে গেছে প্রায় দু’সহস্রাধিক তরতাজা প্রাণ। দেশে সুশাসন প্রতিষ্ঠা ও দেশকে বৈষম্যমুক্ত করার জন্যই আমাদের বীর সন্তানরা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। কিন্তু তারা শুধুমাত্র একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য আত্মবিসর্জন দেননি। তাই দেশে নির্বাচন অনুষ্ঠানের আগে রাষ্ট্রীয় অবকাঠামোগুলোর প্রয়োজনীয় সংস্কার জরুরি। সংস্কার ছাড়া নির্বাচন হলে তা ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথকে মসৃণ করতে তুলবে। তাই সংস্কার ইস্যুতে জাতি আজ ঐক্যবদ্ধ।
তিনি অতি দ্রুততার সঙ্গে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।