নিজস্ব প্রতিবেদক
বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা।
শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে দলটির নেতা-কর্মীরা অংশ নেন।
সমাবেশস্থলে ‘তুমি কে, আমি কে-মুসলিম মুসলিম’, ‘বয়কট, বয়কট-ইসরায়েল বয়কট’, ‘মুসলিম জাতি জেগে ওঠো, ফিলিস্তিন স্বাধীন করো’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশে ইসলামী যুব আন্দোলনের নেতারা বলেন, বিশ্বসন্ত্রাসী আমেরিকা ও ইসরায়েলের সহযোগিতায় গাজায় যে গণহত্যা চলছে, তা আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধনীতির পরিপন্থি। হামাসের বিরুদ্ধে লড়াইয়ের নামে নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষদের হত্যা করা হচ্ছে।
তারা বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর একপেশে ভূমিকা ও নীরবতায় আমরা হতাশ। এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ নিহত হয়েছে, তবুও যুদ্ধ থামাতে কোনো কার্যকর উদ্যোগ নেই। আমরা ওআইসি-সহ সব আন্তর্জাতিক সংস্থাকে আহ্বান জানাচ্ছি-ফিলিস্তিনে চলমান আগ্রাসন বন্ধে সক্রিয় ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন।
তারা আরও বলেন, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা চাই দেশের প্রতিটি মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হোক এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব আতিকুর রহমান বলেন, সারা বিশ্বের শান্তিকামী মানুষেরা ফিলিস্তিনের এই গণহত্যা দেখে ঘরে চুপচাপ বসে থাকতে পারে না। বাংলাদেশের জনগণ আজ জেগে উঠছে। কিন্তু বাংলাদেশসহ সারাবিশ্বের এ প্রতিবাদেও ইসরায়েল গণহত্যা বন্ধ করেনি।
তিনি বলেন, আমরা যদি আমেরিকা ও ইসরায়েলের পণ্য বর্জন করি, তাদের অর্থনৈতিক ভিত নাড়িয়ে দেই, তাহলে এই গণহত্যা বন্ধ করা অনেকটাই সম্ভব।