নিজস্ব প্রতিবেদক
এসএসসি ও সমমান পরীক্ষার নবম দিনে সারা দেশে অনুপস্থিত ছিলেন ২৭ হাজার ৮৮০ জন পরীক্ষার্থী এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৩৩ জন পরীক্ষার্থীকে। এছাড়াও দায়িত্বে অবহেলার দায়ে বহিষ্কার করা হয়েছে একজন কক্ষ পরিদর্শককে।
বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৮ জন এসএসসির ৯টি সাধারণ বোর্ডের, ২২ জন মাদরাসা বোর্ডের এবং ৩ জন কারিগরি বোর্ডের।
মঙ্গলবার (২৯ এপ্রিল) পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়।
জানা গেছে, মঙ্গলবার এসএসসির ৯টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ১ হাজার ৭৭৬ জন। ২ হাজার ২৮২টি কেন্দ্রে অনুষ্ঠিত এদিনের পরীক্ষায় অংশ নেন ১১ লাখ ৮৮ হাজার ২১৪ জন পরীক্ষার্থী এবং অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ৫৬২ জন।
এদিন এসএসসি পরীক্ষায় অনুপস্থিতির হার ১ দশমিক ১৩ শতাংশ। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ৮ জনের একজন রাজশাহী শিক্ষা বোর্ডের এবং ৭ জন দিনাজপুর শিক্ষা বোর্ডের।
এসএসসির সবম দিনের পরীক্ষায় ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪৯২ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ২২২, রাজশাহী বোর্ডে ১ হাজার ৪৩৮, বরিশাল বোর্ডে ১ হাজার ১৪৯, সিলেট বোর্ডের ৯১৮, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৩৪৬, কুমিল্লা বোর্ডের ১ হাজার ৭৩৪, ময়মনসিংহ বোর্ডে ৯১৫ ও যশোর বোর্ডে ১ হাজার ৩৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মাদরাসা বোর্ডে দাখিলের নবম দিনে সারা দেশের ৭২৫টি কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ লাখ ৫৮ হাজার ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৪৬ হাজার ৮৪৩ জন এবং অনুপস্থিত ছিলেন ১১ হাজার ২৬২ জন। অনুপস্থিতির হার ৪.৩৬ শতাংশ। অসদুপায় অবলম্বন করায় বহিষ্কৃত হয়েছেন ২২ জন পরীক্ষার্থী এবং দায়িত্বে অবহেলার দায়ে বহিষ্কৃত হয়েছেন একজন কেন্দ্র পরিদর্শক।
এছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডের অষ্টম দিনের ভোকেশনাল (এসএসসি ও দাখিল) পরীক্ষায় রসায়ন বিজ্ঞান-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশের ৬৯৯টি কেন্দ্রে ১ লাখ ৩২ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ২৯ হাজার ৯২৮ জন এবং অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৫৬ জন। অনুপস্থিতির হার ২ দশমিক ৩০ শতাংশ। অসদুপায় অবলম্বন করায় বহিষ্কৃত হয়েছেন ৩ জন পরীক্ষার্থী।