আন্তর্জাতিক ডেস্ক
ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ‘অপারেশন সিঁদুর’ অভিযানের প্রতিশোধ নিতে পাকিস্তান যদি হামলা করে, তাহলে ফের প্রত্যাঘাত করবে ভারত। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই সতর্কবার্তা দিয়েছেন।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “বুধবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জাপানের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেছেন দোভাল। তিনি বলেছেন, ‘অপারেশন সিঁদুর’ ছিল পরিমিত, সংযত এবং অ-উসকানিমূলক একটি সামরিক অভিযান। সহিংসতা বৃদ্ধির কোনো অভিপ্রায় ভারতের নেই, তবে পাকিস্তান যদি সহিংসতাকে আরও উসকাতে চায়— তাহলে প্রত্যাঘাত করার জন্য যত সামর্থ্য প্রয়োজন, তার সবই ভারতের রয়েছে।”
অনলাইন প্ল্যাটফরমে হওয়া এই সভায় উপস্থিতি ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও, যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল, সৌদি আরবের নিরাপত্তা উপদেষ্টা মুসাইদ আল আইবান, আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ এইচ শেখ তাহনুন এবং জাপানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাসাতাকা ওকানো।
এছাড়া এদের বাইরে ইতোমধ্যে রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগু, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ফ্রান্সের প্রেসিডেন্টের কূটনীতি বিষয়ক উপদেষ্টা ইমানুয়েল বোন্নে’র সঙ্গে যোগাযোগ করে তাদেরকেও এ অভিযান সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দপ্তর।
মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী, মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত, যদিও পাকিস্তান দাবি—ভারতের হামলায় যে নিহত হয়েছে ২৬ জন।
অন্যদিকে, কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত-শাসিত কাশ্মিরে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।
পাকিস্তান দাবি করেছে, তারা অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু-কাশ্মিরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন।
সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড