নিজস্ব প্রতিবেদক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ঢাকা শহরের ৩৩টি খাল ও লেক দখল, দূষণরোধে খাল ও লেকের পাড়ে গাছ লাগিয়ে সবুজায়ন করতে কাজ করবে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আগামী সপ্তাহের মধ্যে কর্ম পরিকল্পনা প্রণয়ন করে কার্যক্রম শুরু করা হবে।
বৃহস্পতিবার (৮ মে ) গুলশান নগরভবনে স্বেচ্ছাসেবকদের প্রতিবেদন প্রদান সভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের সেচ্ছাসেবকগণ সরেজমিন পরিদর্শনকালে খালসমূহের বিদ্যমান অবস্থার বিবরণ সভাকে অবহিত করে এবং সমাধানে করণীয় কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন।
স্বেচ্ছাসেবকদের দেওয়া তথ্য ও মতামতের ভিত্তিতে যে সব জায়গায় অসংগতি রয়েছে সেসব স্থানে দ্রুত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক।
ডিএনসিসি প্রশাসক বলেন, খালে গৃহস্থালী বর্জ্য না ফেলার জন্য স্বেচ্ছাসেবকদের সহায়তায় চিহ্নিত স্থানগুলোতে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে ডিএনসিসি।
এদিকে গৃহস্থালী বর্জ্য খালের পাড় থেকে দ্রুত অপসারণের এবং খালের পাড়ে গাছ লাগানোর মতো পরিবেশ তৈরি করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা প্রদান করেছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
পরিবেশ বিপর্যয় রোধে ক্ষতিকর প্লাস্টিক ব্যবহার কমাতে ডিএনসিসির সব অনুষ্ঠানে আতিথেয়তার জন্য ব্যবহৃত প্লাস্টিক বাক্স ও প্লাস্টিকের পানির বোতল পরিহারের নির্দেশনা প্রদান করেন ডিএনসিসি প্রশাসক।
ডিএনসিসির সঙ্গে খাল দখল, দূষণ মুক্ত রাখতে এবং খালের দুইপাড়ে গাছ লাগানোর জন্য কাজ করবে যেসব স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সেগুলো হলো- ব্রাইটার্স, ক্লাইমেট ফন্টিয়ার, ইউ ক্যান, ও এ বি ফাউন্ডেশন, রিনিউ আর্থ, ইয়ুথ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, গ্রীন ভয়েস, কমিউনিটি টাউন ফেডারেশন, ইকো নেটওয়ার্ক গ্লোবাল এবং হিউম্যান সোসাইটি ফাউন্ডেশন।
সভায় ডিএনসিসি প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলমসহ ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।