নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আপত্তিকর অপপ্রচারণা এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ মে) বিকেলে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী পরিবারের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিক্ষোভ মিছিলটি সাতক্ষীরা শহরের মোজাহারের পাম্প থেকে শুরু হয়ে নিউমার্কেট পাকা পোল প্রদক্ষিণ শেষে পোস্ট অফিসে এসে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ‘দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, সাইদুর রহমান জিন্দাবাদ, সাইদুর ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, বহিষ্কার বহিষ্কার, রোমেলের বহিষ্কার চাই, সাইদুর ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই স্লোগান দিতে দেখা যায়।
প্রতিবাদ সমাবেশটি সঞ্চালনায় ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পী।
কালিগঞ্জের জাহাঙ্গীর আলম চেয়ারম্যানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব, যুগ্ম আহ্বায়ক মাহাসিন আলম, সাতক্ষীরা জেলা যুবদলের সদ্য সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাসেউল করিম রোমান, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, কলারোয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাতক্ষীরা সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ ও শামিম হোসেন রাজা, সাতক্ষীরা সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফারহান মাসুক, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসিফ মাহমুদ রিপন, সাতক্ষীরা শ্রমিকদলের নেতা রেজাউল ইসলাম রেজা প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের আপন ভাগনে খালিদ মঞ্জুর রোমেল সোশ্যাল মিডিয়াতে আপত্তিকর মন্তব্য করেন। তিনি তারেক রহমান সম্পর্কে বলেন, তারেকরা লন্ডনে থাকলে বাংলাদেশ ভালো থাকবে। রোমেল প্রিয় নেতার সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেন। এছাড়া সৈনিক দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানকে নিয়ে রোমেলসহ কলারোয়ার একটি কুচক্রিমহল ধারাবাহিকভাবে মিথ্যাচার করে যাচ্ছেন। সাইদুরের ভাবমূর্তি নষ্টের জন্য তারা পাঁয়তারা করছে। অবিলম্বে মিথ্যাচার এবং আপত্তিকর প্রচারণা বন্ধ না করা হলে অসৎ চক্রের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বক্তারা আরও বলেন, যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কারোর কথা বলার সুযোগ ছিল না, তখন সাইদুর রহমান লেখনীর মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ করে গেছেন। জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন। আজ দলের ভালো সময় একটি অসৎ চক্র পরিকল্পিতভাবে সাইদুরকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। সাতক্ষীরাতে নব্য কোনো ফ্যাসিস্ট তৈরি হতে দেওয়া হবে না। অসুস্থ এবং অপরাজনীতিমুক্ত সাতক্ষীরা বিনির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যারা এখনো তারেক রহমানের রাজনীতির স্পিরিট ধারণ করতে পারছে না, তাদের রাজনীতি সাতক্ষীরাতে চলবে না। অপপ্রচারকারীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাতক্ষীরা জাতীয়তাবাদী পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে। বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করতে হবে, না হলে রাজপথে কঠিন আন্দোলনের মাধ্যমে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।