আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। দীর্ঘ ৪৮ ঘণ্টা ধরে দুই দেশের প্রধানমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রচেষ্টায় এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারত-পাকিস্তানের সাম্প্রতিক এই সংঘাতের শুরু এবং কীভাবে যুদ্ধবিরতি ঘটল তার টাইমলাইন দেখে নেওয়া যাক।
• ২২ এপ্রিল : ভারত-শাসিত কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। মূলত সেদিনই দুই দেশের মাঝে নতুন করে আঞ্চলিক সংঘাতের সূচনা হয়।
• ২৩ এপ্রিল : পাকিস্তানের বিরুদ্ধে পেহেলগামে হামলায় সংশ্লিষ্টতার অভিযোগ তুলে কূটনৈতিক সম্পর্ক হ্রাস, সীমান্ত বন্ধ এবং গুরুত্বপূর্ণ সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে ভারত। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে।
• ২৪ এপ্রিল : ভারত-পাকিস্তান—উভয় দেশই একে অপরের নাগরিকদের ভিসা বাতিল করে। ভারতীয় মালিকানাধীন অথবা ভারতীয়দের পরিচালিত সব ধরনের বিমান সংস্থার জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান।
• ২৫ এপ্রিল : ব্যাপক বিবাদপূর্ণ কাশ্মিরের সীমান্ত রেখা লাইন অব কন্ট্রোলে (এলওসি) পাকিস্তানি সৈন্যদের সঙ্গে ভারতীয় সৈন্যদের গুলি বিনিময়ের তথ্য জানায় ভারত। পরবর্তী কয়েক রাত ধরে চলতে থাকে এই গুলি বিনিময়।
• ৩ মে : উত্তেজনা তৈরির পর প্রথমবারের মতো ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালায় পাকিস্তান। পাকিস্তানি পতাকাবাহী জাহাজকে ভারতীয় বন্দরে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ভারত। একই দিনে ভারতীয় পতাকাবাহী জাহাজকে পাকিস্তানের বন্দরে নিষিদ্ধ করে ইসলামাবাদ।
• ৭ মে : পাকিস্তানি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভারতের এই হামলাকে পাকিস্তান ‘‘যুদ্ধ ঘোষণার’’ শামিল বলে আখ্যা দেয়। ভারতের হামলায় পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মির ও পাঞ্জাবে অন্তত ৩১ জন নিহত হন। ভারতের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা দেয় ইসলামাবাদ।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছিল, পাকিস্তানের এমন অন্তত ৯টি স্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ভারতের কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানায় পাকিস্তান।
• ৮ মে : ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করার অভিযোগে পাকিস্তানে অ্যাটাক ড্রোন দিয়ে হামলা চালায় ভারত।
• ৯ মে : নিজেদের ঘরোয়া ক্রিকেটের বৃহত্তম টুর্নামেন্ট আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করে ভারত। বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ উভয়পক্ষকে ‘‘সর্বোচ্চ সংযম’’ প্রদর্শনের আহ্বান জানায়।
• ১০ মে : পাকিস্তানের বিমানঘাঁটিগুলোতে ভারত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানায় ইসলামাবাদ। এই হামলার জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায়। ভারত-অধিকৃত কাশ্মিরের বাসিন্দারা একাধিক স্থানে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনতে পেয়েছেন বলে জানান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেন, ভারত ও পাকিস্তান ‘‘পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’’ সম্মত হয়েছে। ট্রাম্পের এই ঘোষণার পরপরই উভয় দেশের কর্মকর্তারা চুক্তি কার্যকরের সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র: আলজাজিরা।