নিজস্ব প্রতিবেদক
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের লাল পাসপোর্ট বহাল রাখা বৈধ নাকি অবৈধ ছিল সেটি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১২ মে) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৯ম সভা শেষে তিনি এ কথা বলেন।
আমরা যেটা দেখি সাড়ে ৯০০ লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে। তাহলে তার পাসপোর্ট কেন বহাল রাখা হলো? এমন প্রশ্নের জবাব উপদেষ্টা বলেন, এ বিষয়ে তদন্তের জন্য কমিটি করা হয়েছে। আর তিনি ছিলেন একজন রাষ্ট্রপতি, তার জন্য এটা প্রযোজ্য কি না সেটা দেখতে হবে। তার কাছে এই পাসপোর্ট রাখা বৈধ নাকি অবৈধ ছিল, সেটা তদন্ত করে দেখা হবে।
তিনি বলেন, রাষ্ট্রপতিরা কিন্তু কিছু কিছু সুযোগ সুবিধা পায়। তাই প্রোটকলের বাইরে কিছু হয়েছে কি না সেটা দেখা হবে।